UNMESH-উন্মেষ
www.unmeshbd.comশিক্ষার্থীরা ডাক্তার হবার যে স্বপ্ন শৈশব থেকে নিজেদের মধ্যে লালন করে থাকে তাদের সেই স্বপ্নকে স্বপ্নবীজ থেকে মহীরুহে রূপ দেওয়ার জন্য কিংবা তাদের সাদা এ্যাপ্রোনের বর্ণীল জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্যই সহায়ক বন্ধু হিসেবে উন্মেষের আবির্ভাব। প্রকৃতপক্ষে স্বপ্নরাজ্যে বিচরণের পথ যতটা মসৃণ , বাস্তবে সপ্নপূরণের পথ ততটাই বন্ধুর। তবুও কেউ না কেউ তো সফল হয়। সফল তারাই হয় যারা নিতে পারে সঠিক সিদ্ধান্ত, যাদের থাকবে স্বীয় চেষ্টা এবং যার উপর থাকবে সৃষ্টিকর্তার দয়া ও সৃষ্টিজীবের দোয়া। হ্যাঁ, সফলতা মানেই এগুলোর সমন্বয়। আর এই সমন্বয়ে শিক্ষার্থীদের পাশে থেকে প্রতিষ্ঠালগ্ন থেকেই উন্মেষ পালন করে আসছে সহায়ক ভুমিকা। ভর্তিচ্ছু প্রতিটি শিক্ষার্থী যাতে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য বাজারে প্রচলিত বিভিন্ন লেখকের মূল বইয়ের মেডিকেল উপযোগী তথ্যসমূহ একত্রিত করে আকর্ষণীয় ও কৌশলীভাবে (যেমন: ছন্দ আকারে, ছক আকারে, তুলনামূলক পার্থক্য আকারে, সংখ্যামূলক তথ্য একত্রে, আবিষ্কার-বিজ্ঞনী একত্রে ইত্যাদি) উপস্থাপন করে তৈরি করা হয়েছে “উন্মেষ মেডিটিক্স”। আরো রাখা হয়েছে পর্যাপ্ত MCQ তথ্য সংবলিত “উন্মেষ প্র্যাকটিস বুক”, ভার্সিটি Math এর Preparation Book, বিগত ভর্তি পরীক্ষার মেডিকেল প্রশ্নব্যাংক, বিগত ভর্তি পরীক্ষার ভার্সিটি প্রশ্নব্যাংক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের অতিরিক্ত তথ্য সংবলিত “উন্মেষ এক্সট্রা ইনফো”। প্রতিযোগীতামূলক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে রাখা হয়েছে পরীক্ষা ভিত্তিক মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি। শিক্ষার্থীরা যাতে প্রতিটি বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারে তার জন্য রাখা হয়েছে একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সমন্বয়।
Read moreশিক্ষার্থীরা ডাক্তার হবার যে স্বপ্ন শৈশব থেকে নিজেদের মধ্যে লালন করে থাকে তাদের সেই স্বপ্নকে স্বপ্নবীজ থেকে মহীরুহে রূপ দেওয়ার জন্য কিংবা তাদের সাদা এ্যাপ্রোনের বর্ণীল জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্যই সহায়ক বন্ধু হিসেবে উন্মেষের আবির্ভাব। প্রকৃতপক্ষে স্বপ্নরাজ্যে বিচরণের পথ যতটা মসৃণ , বাস্তবে সপ্নপূরণের পথ ততটাই বন্ধুর। তবুও কেউ না কেউ তো সফল হয়। সফল তারাই হয় যারা নিতে পারে সঠিক সিদ্ধান্ত, যাদের থাকবে স্বীয় চেষ্টা এবং যার উপর থাকবে সৃষ্টিকর্তার দয়া ও সৃষ্টিজীবের দোয়া। হ্যাঁ, সফলতা মানেই এগুলোর সমন্বয়। আর এই সমন্বয়ে শিক্ষার্থীদের পাশে থেকে প্রতিষ্ঠালগ্ন থেকেই উন্মেষ পালন করে আসছে সহায়ক ভুমিকা। ভর্তিচ্ছু প্রতিটি শিক্ষার্থী যাতে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য বাজারে প্রচলিত বিভিন্ন লেখকের মূল বইয়ের মেডিকেল উপযোগী তথ্যসমূহ একত্রিত করে আকর্ষণীয় ও কৌশলীভাবে (যেমন: ছন্দ আকারে, ছক আকারে, তুলনামূলক পার্থক্য আকারে, সংখ্যামূলক তথ্য একত্রে, আবিষ্কার-বিজ্ঞনী একত্রে ইত্যাদি) উপস্থাপন করে তৈরি করা হয়েছে “উন্মেষ মেডিটিক্স”। আরো রাখা হয়েছে পর্যাপ্ত MCQ তথ্য সংবলিত “উন্মেষ প্র্যাকটিস বুক”, ভার্সিটি Math এর Preparation Book, বিগত ভর্তি পরীক্ষার মেডিকেল প্রশ্নব্যাংক, বিগত ভর্তি পরীক্ষার ভার্সিটি প্রশ্নব্যাংক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের অতিরিক্ত তথ্য সংবলিত “উন্মেষ এক্সট্রা ইনফো”। প্রতিযোগীতামূলক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে রাখা হয়েছে পরীক্ষা ভিত্তিক মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি। শিক্ষার্থীরা যাতে প্রতিটি বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারে তার জন্য রাখা হয়েছে একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সমন্বয়।
Read moreCountry
City (Headquarters)
Dhaka
Founded
2015
Social
Employees statistics
View all employeesPotential Decision Makers
Junior Executive
Email ****** @****.comPhone (***) ****-****Director at Ultramax Infonet Education Pvt.Ltd.
Email ****** @****.comPhone (***) ****-****Teacher
Email ****** @****.comPhone (***) ****-****